চোখের ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দুবাইয় আছেন।
শুক্রবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে।
গত জুলাই মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসা জরুরি হয়ে পড়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বা নিকটবর্তী কোনো সময়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
Drop your comments: