তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় গতকাল (২ জুন) দিন ব্যাপি শহরের পশ্চিমবাজারের চালের আড়তে অভিযান পরিচালনা করা হয়।
চালের বাজার স্থিতিশীল রাখতে, ন্যায্য মূল্যে পন্য বিক্রয় নিশ্চিত করতে বাজার তদারকিতে নামেন প্রশাসন।
এ সময় ক্রয়-বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাছাড়া ও লাইসেন্সে উল্লেখিত পরিমাণের বেশি চাল যেন খুচরা/পাইকারি বিক্রেতাগণ মজুদ না করেন এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার, এ সময় সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার সহকারী পরিচালক আল আমিন এবং সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।