ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগী একটেলের মোড় থেকে মোঃ গফফার নামে
এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল ) সকাল ৭ টা ৩০ মিনিটে উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের একটেল টাওয়ারের মোড়ে সদরপুরের বিষ্ণুপুর থেকে এক মাদক কারবারি মাদক বেচাকেনা করছে।খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মাদক কারবারি গফফারকে হাতেনাতে গ্রেফতার করেন চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক মিয়া।
এ সময় তার সঙ্গে ছিলেন, এএসআই আলী আকরাম, কনস্টেবল আলাউদ্দিন মিয়া, রবিন কুমার সাহা, জীবন বিশ্বাস, ও ড্রাইভার আব্দুল্লা রিমন।
গ্রেফতার গফফার হোসেন সদরপুর ও চরভদ্রাসনের আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Drop your comments: