ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির খানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি গাছ কাটার বিভিন্ন নিয়ম কানুন থাকলেও সেগুলো না মেনে ব্যাক্তিগত কাজে ব্যাবহারের উদ্দেশ্যে নিজ উদ্যোগে গাছগুলি কাটা হয়েছে বলে এলাকাবাসির দাবি।
চরহরিরামপুর এলাকাবাসি সুত্রে জানা যায়, আমির খান ইউপি চেয়ারম্যান হিসাবে দায়ীত্বভার গ্রহনের পর থেকেই নানা ধরনের অপকর্ম করে আসছেন এলাকায়। এরই ধারাবাহিকতায় সরকারি ৮ থেকে ১০ টি রেন্ড্রিক্রোই গাছ কেটে নিয়েছে। এই গাছগুলি অনেক পুরাতন বলে ও জানিয়েছে এলাবাসি, যে কাঠ দিয়ে ভালো কিছু তৈরি করা সম্ভব। আব্দুল হাই খানের হাট এর পশ্চিম পাশ থেকে খলিল ব্যাপারির বাড়ি পর্যন্ত দীর্ঘ দিন ধরে এই গাছ গুলি খুব সুন্দর ভাবে দাড়িয়েছিল। সরকার দেশের বনজ সম্পদ সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বিভিন্ন সময় এই গাছ গুলি এলাকাবাসির সুবিধার্তে রোপন করলেও এই দুর্নীতিবাজ চেয়ারম্যান নিজের ক্ষমতার অপব্যাবহার করে সরকারি গাছ গুলি নিজের ব্যাবহারের জন্য কেটে নিয়েছে। এলাকাবাসি আরো জানায়, এই গাছ কাটার ব্যাপারে স্থানীয় মেম্বার ও অবগত আছেন। নিজের ইচ্ছামত এই চেয়ারম্যান গাছ কাটায় দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ও বনের অবক্ষয় রোধের প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে বলে মনে করছেন চরহরিরামপুর এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই গাছ কাটার কথা স্বীকার করেন এবং তিনি আরো বলেন চরভদ্রাসন ইউএনও সাহেবের মৌখিক অনুমোদন নিয়ে গাছগুলো কেটেছি। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন এই গাছ গুলি কাটার জন্য মৌখিক ভাবে নির্দেশনা দিয়েছি কিন্তু পরবর্তিতে টেন্ডার করে গাছগুলি নিয়ে আসা হবে।