ফরিদপুর, প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম এর বদলীজনিত কারণে বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনিরা বেগমের যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার বেলা ১২টায উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে এ বিদায় ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজাদুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী।
এ সময় অন্যান্য মধো বক্তব্য রাখেন, ডাঃ হাফিজুর রহমান উপজেলা প প কর্মকর্তা, রজিউল্লাহ খান ওসি চরভদ্রাসন থানা, মাহবুবুর রহমান,কৃষি কর্মকর্তা চরভদ্রাসন, মোঃ আজাদ খান চেয়ারম্যান চরভদ্রাসন ইউপি, মোঃ ইয়াকুব আলী চেয়ারম্যান গাজীরটেক ইউপি, মোঃ জাহাঙ্গীর কবির চেয়ারম্যান হরিরামপুর ইউপি, মোঃ বদরউদ্দিন মৃধা চেয়ারম্যান চর ঝাউকান্দা, মোঃ লুৎফর রহমান প্রধান শিক্ষক বিশ্বাসবাড়ী উচ্চ বিদ্যালয়, আবুল কালাম ও ফখরুদ্দিন মাস্টার বীর মুক্তিযোদ্ধা, আবুল কালাম সাংবাদিক সমকাল, শামসুদ্দিন আহমেদ প্রধান শিক্ষক মৌলবীচর উচ্চ বিদ্যালয়, মোঃ কাইয়ুম প্রধান শিক্ষক লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজাহান শিকদার সভাপতি বিএনপি চরভদ্রাসন উপজেলা শাখা, মোঃ কাউসার হোসেন সেক্রেটারী জামাতে ইসলামী চরভদ্রাসন, মনজুরুল হক মৃধা সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।