নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পর্যাপ্ত চিকিৎসা সেবা, বা অ্যাম্বুলেন্স সার্ভিস কোনটাই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চট্টগ্রামের প্রথম লকডাউন করা এলাকা উত্তর কাট্টলীর বাসিন্দাদের। তাই বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন বলে দাবি তাদের। তবে সিটি মেয়রের দাবি, অভিযোগগুলো উদ্দেশ্যমূলক। আর সিভিল সার্জন বলছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসাধারণ পর্যাপ্ত সেবা না পেলে, লকডাউন সফল হবে না।
একজন বলেন, ‘আমাদের কেনো লকডাউন দিয়ে বন্ধী করে রাখছে। আমাদের কি খাবার দিচ্ছে। একটু সবজি পর্যন্ত দেয় নাই।’
নগরীর উত্তর কাট্টলী এলাকায় আটাত্তর হাজার মানুষের বসবাস। করোনার বিস্তার রোধে নগরীর ১০টি রেডজোন ওয়ার্ডের মধ্যে প্রথম লকডাউন করা হয় উওর কাট্টলী ওয়ার্ডটিকে। লকডাউন চলাকালীন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবাসহ আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাওয়ার কথা থাকলেও কিছুই পাওয়া হচ্ছে না বলে অভিযোগ কাট্টলীবাসীর। তাই ঘর থেকে বাধ্য হয়েই বের হতে হচ্ছে বলে জানান এলাকাবাসী।
আরেকজন বলেন, ‘যে সেবা আমাদের দেওয়ার কথা তার কিছুই আমরা পাইতেছি না। পেটের কারণে হয়তো আমাদের বাইরে যেতে হবে।’
মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে সাহায্য করা না গেলে, লকডাউন সফল হবে না বলে মনে করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
গত ১৬ জুন থেকে লকডাউন শুরু হয় উত্তর কাট্টলী ওয়ার্ডে।