চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় একটি ভোজ্য তেল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। জেসমিন ভেজিটেবল অয়েল নামের ওই কারখানার তেলের ট্যাংকার ও রিফাইন মেশিনের সংযোগস্থলে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, ‘সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানাটিতে ছয়টি বড় তেলের ট্যাংক রয়েছে। এর মধ্যে একটিতে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও উল্লখ করা হয়।