চট্টগ্রামে ঈদগাঁ বউবাজার এলাকার একটি গ্যারেজে আগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে ওই গ্যারেজে থাকা ১৯টি সিএনজি অটোরিকশা ও ৫টি মোটরসাইকেল।
রোববার (১৯ নভেম্বর) মধ্য রামপুরে জাহাঙ্গীর আলমের গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই যানবাহনগুলো পুড়ে যায়।
এদিকে, শেষ সম্বল হারিয়ে দিশেহারা সিএনজি ও গ্যারেজ মালিকরা। গাড়িতে ড্রাইভিং লাইসেন্সসহ নানা গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
Drop your comments: