চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনের ড্রেন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে মেডিকেলের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ড্রেন পরিষ্কার করতে গেলে সেখানে পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পায়। পরে তারা পলিথিন খুলে দুই নবজাতকের লাশ উদ্ধার করে।
দুই নবজাতকের শরীরই ছিল ক্ষতবিক্ষত। হাসপাতালের ৬ষ্ঠ তলায় গাইনি ওয়ার্ড থেকে ছুঁড়ে ফেলায় এমনটা হয়েছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। আগেও এমন ঘটনা ঘটেছে বলে জানান তারা। খবর পেয়ে মর্গের ডোম ফারুক দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের পাশে একটি পাহাড়ে কবর দেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির জানান, সকালে সংবাদটি পেয়ে তারা পুলিশকে জানিয়েছেন। কারা এমন ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামে গত ৯ মাসে মিলেছে এমন অন্তত ১৭ নবজাতকের মরদেহ। থানায় জিডি এবং মামলা হলেও জড়িত কেউই আসেনি আইনের আওতায়।