
‘নারীর বিকাশ, নারীর জয়, ছড়িয়ে পড়ুক বিশ্বময়’ এ স্লোগান নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী উদ্যোক্তারা। নারীরা এখন আর পিছিয়ে থাকতে চায় না, সমাজের প্রতিটি পর্যায়ে যাওয়ার আকাঙ্ক্ষা তাদের। তাই সব বাধা-বিপত্তি উপেক্ষা করে নারীদের সামনে এগিয়ে যেতে হবে।
‘আন্তর্জাতিক নারী দিবস -২০২৫’ উপলক্ষ্যে শনিবার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে প্রদান করা হয় গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড- ২০২৪।
গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ও প্রথমা বাংলাদেশ নিবেদিত, গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ অনুষ্ঠানে ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে শারমিন নাহার লিনাকে গ্লোবাল স্টার উইমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বক্তব্য দেন। বিশিষ্ট নারী উদ্যোক্তা ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা আনোয়ারা বেগম নীপার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হামিদা খানম, অধ্যাপক ড.রেবেকা সুলতানা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ইশা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের পরিচালক, টিভি উপস্থাপিকা তানিয়া আফরিন।
অনুষ্ঠানে শিক্ষকতা, চিকিৎসা, সাংবাদিকতা, আইন, টিভি নাটক, ব্যবসা, শিল্প উদ্যোক্তা, আইটি খাত, চলচ্চিত্র, নৃত্য, সাহিত্যসহ বিভিন্ন বিভাগে সমাজে অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।
এর মধ্যে মাহমুদা বেগমকে রত্নগর্ভা, চলচ্চিত্রে চিত্রনায়িকা মুক্তি, হুমায়েরা সুবাহ, মডেল ও অভিনেত্রী হিসেবে তানজিকা আমিন, নৃত্যে নিক্কি আহমেদ, টিভি প্রোগ্রামার হিসেবে কুইন রহমান, সাহিত্যে উম্মে কুলসুম, ক্ষুদে লেখক হিসেবে ফাতিহা আয়াতসহ বিভিন্ন জনকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে শারমিন নাহার লিনা ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুরস্ক, দুবাই, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনায়ও সমান দক্ষতা অর্জন করেন। মাগুরার সন্তান শারমিন নাহার লিনা বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ছাড়াও বাংলাভিশন, আরটিভি, চ্যানেল টুয়েন্টি ফোরেও সংবাদ উপস্থাপন করেছেন সেই সঙ্গে টক শো উপস্থাপনাতেও অভিজ্ঞতা রয়েছে তার।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সাত বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি উদ্যোক্তা হিসেবে অনলাইন বিজনেস নিয়ে ব্যস্ত সময় পার করছেন।