গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই জামিন পেলেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৭ অক্টোবর পর্যন্ত প্রতিরক্ষামূলক জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১০ হাজার রুপি জামানতের প্রেক্ষিতে ইমরান খানের সুরক্ষামূলক জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। পিটিআই চেয়ারম্যানের পক্ষে বাবর আওয়ান এই আবেদনটি দায়ের করেছিলেন।
কার্যক্রম চলাকালীন ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মোশিন আখতার কায়ানি ইমরান খানকে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এর আগে চলতি বছরের ২০ আগস্ট ইসলামাবাদের এক জনসভায় অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরী ও পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মামলা হয় ইমরান খানের বিরুদ্ধে।
Drop your comments: