বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি ইউএই’র নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সমিতি শারজার বঙ্গবন্ধু হল রুমে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপি, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম সিআইপি, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাফায়েত সিকদারসহ ৫১ বিশিষ্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ সমিতি শারজার সভাপতি ও গ্রেটার কুমিল্লার প্রধান উপদেষ্টা এমএ বাশারের সভাপতিত্বে ও শাহ মাকসুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
বিএম জামাল হোসেন তার বক্তব্যে বলেন, ‘কুমিল্লা হচ্ছে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় বহু গুণিজন জন্মগ্রহণ করেছেন। শিক্ষায় উন্নতির পাশাপাশি সামাজিক উন্নয়ন এখন চোখে পড়ার মতো। এই উন্নয়ন অব্যাহত রাখতে ও কুমিল্লার অসহায় মানুষের কল্যাণে কাজ করতে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি অগ্রণী ভুমিকা রাখবে। আমি জেনেছি এই সংগঠন অনেক অসুস্থ ও সমস্যায় জর্জরিত প্রবাসীদের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করেছেন। আপনাদের এসব কাজ অব্যাহত রাখুন এই প্রত্যাশা।’
এসময় আরও বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর, আইয়ুব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী, শরফত আলী, ইসমেইল গনিসহ অনেকে।