বাংলা এক্সপ্রেস ডেস্কঃ গোলাপগঞ্জের শরীফগঞ্জে বজ্রপাতে বাবুল মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন ও আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। রোববার ভোরে উপজেলার শরীফগঞ্জ ইউপিতে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত বাবুল মিয়া উপজেলার শরীফগঞ্জ ইউপির কালিকৃষ্ণপুর গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে ও নিখোঁজ আবুল কালাম শরীফগঞ্জ ইউপির ইসলামপুর গ্রামের রবি উল্লাহর ছেলে। বিবাহিত জীবনে বাবুল মিয়া ১মেয়ে ও ১ছেলের জনক ও আবুল কালাম একমাত্র ছেলে সন্তানের জনক।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ঈসমাইল হোসেন সিরাজী জানান, রোববার ভোর রাতে শরীফগঞ্জ ইউপির লম্বাবিলে মৎস্যজীবি বাবুল মিয়া ও আবুল কালাম মাছ ধরতে গেলে এ দূর্ঘটনার শিকার হন তারা। পরে দুপুর আড়াইটার দিকে বিলে দীর্ঘক্ষণ একটি নৌকা বাসতে দেখতে পেয়ে লোকজন এগিয়ে গেলে নৌকার মধ্য থেকেই বাবুল মিয়ার লাশ উদ্ধার করা হয়। বাবুলের গলায় বজ্রাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। তবে এখনো আবুল কালামের লাশ নিখোঁজ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মুহিত হীরা।