ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক (২০১৩ সালে গুম হওয়া) সাজেদুল ইসলাম সুমনের মেজো বোন এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক আফরোজা ইসলাম আঁখির বাসায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
আজ (বুধবার) সকাল নয়টার দিকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল এডভাইজার সহ ৪/৫ জন কর্মকর্তাদের নিয়ে পিটার হাস আঁখিদের রাজধানীর ৫৫৩, শাহীনবাগস্থ বাসায় যান। ওই সময় তাদের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ বিভাগের দায়িত্বশীল লিকা জনস্টনও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ০৫ জানুয়ারি নির্বাচনের মাত্র কিছুদিন আগে ২০১৩ সালের ০৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন নিখোঁজ হয়েছিলেন।
Drop your comments: