![InShot_20221208_120351399](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/12/InShot_20221208_120351399.jpg)
গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি কারখানার তুলার গুদামের এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে। আরও তিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেডের একটি কারখানার তুলার গুদামে বেলা সাড়ে ১১টায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইউনিট গাজীপুর থেকে রওনা হয়েছে। তারা অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবে।