গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি কলোনির দুই শতাধিক কক্ষ। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার রাতে উপজেলার তেলিরচালা এলাকায় আব্দুস সামাদের কলোনীর একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন কক্ষে। পরে স্থানীয়রা খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Drop your comments: