গাইবান্ধায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য সুমন মিয়া গাইবান্ধা সদর থানার গাড়ি চালক ছিলেন। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সুমন মিয়া মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন। এসময় পুলিশ লাইনস (বোর্ড বাজার) এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মাসুদ রানা জানান, রংপুর মেডিকেল কলেজ থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।