বিশ্বজুড়ে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে রাশিয়ায় করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১০,৬৩৩ জন। একদিনে যা সর্বোচ্চ।
রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তের দিক থেকে বিশ্বে সপ্তম স্থানে উঠে এসেছে রাশিয়া। এ নিয়ে দেশটিতে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪,৬৮৬ জনে। রবিবার রাশিয়ায় নতুন ৫৮ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে।
রাশিয়ায় মার্চের শেষ দিক থেকে লকডাউন জারি রয়েছে। ৩০ এপ্রিল এর মেয়াদ শেষের পর দেশজুড়ে তা ১১ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লকডাউনে কঠোরভাবে সেলফ-আইসোলেশনে থাকার জন্য অধিবাসীদেরকে আহ্বান জানিয়েছেন মস্কোর মেয়র।
Drop your comments: