আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান উন্মুক্ত আলোচনার মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনা করেন।
তিনি আলফাডাঙ্গা উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা পেলে আলফাডাঙ্গা উপজেলা হবে দেশের সেরা, উন্নত ও সমৃদ্ধ উপজেলা। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে আলফাডাঙ্গাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনুসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।