![InShot_20230723_004019346](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/07/InShot_20230723_004019346.jpg)
হাটহাজারীর পশ্চিম গড়দুয়ারা পূর্ব মেখল নূরানী ত`লীমুল কুরআন মাদ্রাসার উন্নয়ন এর জন্য গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের পক্ষথেকে অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২২জুলাই) সকালে মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য প্রায় ৫০হাজার টাকা অনুদান দেয়া হয়।
গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আলমগীর, গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রিয়াজ মোরশেদ, পশ্চিম গড়দুয়ারা পূর্ব মেখল নূরানী ত`লীমুল কুরআন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ সেলিম, সহ-সভাপতি ডাঃ শামসুল হক,সাধারণ সম্পাদক শাহাআলম মাষ্টার, অর্থ সম্পাদাক দিদারুল আলম সওদাগরসহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান সরওয়ার মোরশেদ বলেন, প্রবাসীরা আমাদের দেশ নায়ক। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখে। গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা দূর প্রবাসে থেকে ইউনিয়নের বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে।
গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ আলমগীর বলেন, অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিতি সবাইকে এবং যারা সার্বিক সহযোগীতা করেছেন সকলকে গড়দুয়ারা প্রবাসী ঐক্য পরিষদের পক্ষথেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।