খুন নয়, আত্মহত্যা করেছেন বুয়েট ছাত্র ফারদিন বলে জানিয়েছেন ডিবির প্রধান হারুন অর রশীদ। বুধবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এর আগে গত ৪ নভেম্বর নিখোঁজ হন বুয়েট ছাত্র ফারদিন। পরদিন ৫ নভেম্বর তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ৭ নভেম্বর তার মরদেহ শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র পরশের পছন্দ ছিল বিতর্ক। এডমিশন কেয়ার উদ্ভাসের সাথেও ছিলেন যুক্ত। এ বছর বিশ্ব বিতর্কের মঞ্চে বুয়েট থেকে প্রতিনিধিত্ব করার কথাও ছিল তার। ক্যাম্পাসবান্ধব দাবি দাওয়া আদায়েও পরশ ছিলেন সরব। রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় বাবা মার সাথে থাকতেন ফারদিন নূর পরশ।
Drop your comments: