খালেদা জিয়ার মুচলেকা নিয়ে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দিয়ে মুক্ত হয়েছেন’ শেখ সেলিমের এমন বক্তব্য মিথ্যা, অপপ্রচার, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের এজেন্টরা যুগপৎ আন্দোলনের জোট বা শরিকের মধ্যে ভাঙনের গল্প তৈরি করছে। কিন্তু বিএনপির লক্ষ্য ঐক্য তৈরি করে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই দানব সরকারকে সারানো।
গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের মূল লক্ষ্য ঐক্যকে আরও দৃঢ় করা। এই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য, বিভ্রান্ত সৃষ্টি করার জন্য স্বাভাবিকভাবে শত্রুপক্ষ কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
বৈঠকে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল এবং গণতন্ত্র মঞ্চের আ স ম রবস, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অনেকেই উপস্থিত ছিলেন।