কুমিল্লার হোমনায় নারীকে টিকা দেওয়ার ফটোসেশনের একটি ছবি ফেসবুকে, অনলাইন পোর্টাল ও পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় এর ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন ৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সেই চেয়ারম্যান মো. কামরুল ইসলাম।
বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলনে নারীর শরীরে টিকা পুশ করার বিষয়ে ব্যাখ্যা দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণকে টিকা নিতে উদ্বুদ্ধ করার জন্য খালি সিরিঞ্জ পুশ করার ফটোসেশনের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পোর্টাল ও কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আমার যে ছবিটি যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ছিল একটি ফটোসেশন। শুধুমাত্র এলাকার জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতেই এ অভিনয় করেছিলাম আমি। আমি কারও শরীরে টিকা পুশ করিনি। আমি খালি সিরিঞ্জ ধরে অভিনয় করেছিলাম মাত্র।
আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্য বিষয়টি নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকায় ‘চেয়ারম্যানের ফটোসেশন, হোমনায় নারীকে টিকা দেওয়ার ছবি ফেসবুকে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।