ফাঁকা ক্লাসরুমে স্কুলের পোশাক পরা একদল ছাত্রী চোখে কালো চশমা লাগিয়ে হিন্দি গানের সঙ্গে বানিয়েছেন টিকটক ভিডিও। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনার।
কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থীর এমন ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষও বিব্রত।
জানা যায়, স্কুলটির একদল শিক্ষার্থীর তৈরি করা টিকটক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুকে ভিডিও শেয়ার করে বলেছেন ইবনে তাইমিয়ার পাঁচ শিক্ষার্থী এ ঘটনায় বহিষ্কার হয়েছে।
তবে এ বিষয়ে খোঁজ নিতে গেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল বলেন, আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা এ ঘটনায় শিক্ষার্থীদের বহিষ্কার করিনি। সর্বোচ্চ সতর্ক করেছি।
তিনি আরও বলেন, ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে সতর্ক করেছি। শিক্ষার্থীদেরও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।