উত্তর মাদার্শা রিয়েল ফাইটার ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। স্থানীয় দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ টিমের ধারাবাহিক খেলা শেষে দিশারী একাদশ কে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন বেলোসিটি অফ ২৩।
অত্যন্ত প্রতিদন্তিতাপূর্ণ এই খেলায় সমতা হলে পরে ট্রাইব্রেকার এর মাধ্যমে বেলোসিটি এক গোলে এগিয়ে যায়। খেলায় অত্যন্ত ভাল খেলে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন জুনাইয়েদ, ধারাবাহিক ফরফরম্যান্স এর কারণে টুর্নামেন্ট সেরার পুরষ্কার গ্রহণ করেন সামি। ছাত্রনেতা ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আইয়ুব খান, তিনি বলেন বিএনপি ছাত্রদলকে সব সময় উৎসাহিত করে খেলাধুলার প্রতি, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সব সময় খেলাধুলার প্রতি সবাইকে উৎসাহ দিত, উনার ছোট ছেলে আরাফাত রহমান খুকু ছিল একজন বিশিষ্ট ক্রীড়াবিদ, তার হাত ধরেই বাংলাদেশের খেলা ধুলা অনেক এগিয়ে গেছে। তার অবধান স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি আরো বলেন খেলাধুলা শক্তি যোগায়, মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আয়োজকদের ধন্যবাদ দিয়ে তিনি এরকম আয়োজন অব্যাহত রাখতে বলেন, ও ব্যারিস্টার মীর হেলালের পক্ষে সব সময় সার্বিক সহিযোগিতার আশ্বাস দেন, সবাইকে ছাত্রদলের পতাকা তলে এসে দলের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত চিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ, গেস্ট অফ অনার হিসাবে ছিলেন জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ্, গড়দোয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহেদ , ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাছির সহ অনেকেই।