নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিমানবন্দর দিয়ে আসলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে ভ্যাকসিন গ্রহিতাদের বেলায় ৫ দিন করা হয়েছে।
গতকাল রোববার থেকে করোনার টিকা গ্রহিতাদের জন্য আবুধাবি বিমানবন্দর দিয়ে আসার ক্ষেত্রে কোয়ারেন্টাইনে শিথিলতা এনেছে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে অবতরণের পর একটি টেস্ট করে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। চতুর্থ দিন আবার করোনার টেস্ট করে নেগেটিভ আসলে পরের দিন বাসায় দেয়া হবে।
যারা করনোর টিকা নেন নাই তাদের বেলায় বিমানবন্দরে অবতরণের পর একবার ও ৮ম দিনে একবার করোনার টেস্ট করা হবে।
এদিকে গ্রিন তালিকায় অন্তর্ভুক্ত দেশসমূহের বেলায় কোয়ারেন্টাইন না থাকলে যথারীতি বিমানবন্দরে অবতরণের পরপরই করোনার টেস্ট করা হবে।
Drop your comments: