কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মেশিন জব্দ করে,তা ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার(৭ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকলিমা বেগম অভিযান পরিচালনা করে উপজেলার চাকিরপশার পাঠক এলাকায় ০১ টি ড্রেজার মেশিন ও প্রায় ২০০ ফুট পাইপ এবং উপজেলার সুখদেব এলাকায় ০২ টি বালু উত্তোলনের মেশিন ও আনুমানিক ৩০০ ফুট পাইপ জব্দ করে ভেঙে এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
Drop your comments: