![InShot_20220202_122402907](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220202_122402907-scaled.jpg)
সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০ টা ৫৩ মিনিটে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ১ ফেব্রুয়ারি রাত ৯ টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর মহিষকুন্ডি (মাঠপাড়া) গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি কুষ্টিয়া দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান আরো জানান এই ধরণের অভিযান অব্যাহত রেখে অস্ত্র ও মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।
এ সময় তিনি র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিয়ে মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নেয়ার আহবান জানান।