সুজন কুমার কর্মকার, কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে অপহৃত ছাত্র উদ্ধার হয়েছে। সোমবার দুপুর দেড়টায় র্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয় ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শেখপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে গত ৩১ জানুয়ারি ২০২২ তারিখে কুষ্টিয়া সদর-কুমারখালী মহাসড়ক হতে অপহৃত মাদ্রাসা ছাত্র মোঃ আল-আমিন (১৫) কে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রকে সম্পূর্ন সুস্থ্য ও স্বাভাবিক অবস্থায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার জিডি নং- ২২৫ তারিখ-০৫ ফেব্রুয়ারি ২০২২ ইং। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া আস্থানগর এলাকার মৃত জাবেদ আলী মালিথার ছেলে।