মোঃ কামরুজ্জামান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যান হারিয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে ভ্যানচালক। বুধবার সকালে চড়াইকোল আলাউদ্দিন নগরের কালু মোড়ে এই ঘটনা ঘটেছে। নিহত ভ্যানচালক কয়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মুন্না (৪৫)।
স্থানীয়রা জানান, সকালে ভ্যানচালক মুন্না তার নিজেস্ব মোটরচালিত ভ্যান নিয়ে আলাউদ্দিন নগর হাটে পেঁয়াজ বিক্রি করতে যান। হাটের মধ্যে ভ্যান রেখে পেঁয়াজ বিক্রি শেষে ভ্যানের কাছে এসে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
ভ্যান না পেয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ অবস্থায় বাড়ী ফেরার পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেইল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেন। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে নিয়ে গেছেন।
Drop your comments: