
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে কুষ্টিয়ার পোড়াদহ বাজারে এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা। পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে পোড়াদহ বাজারে সিহাব উদ্দিন নামে এক চাল ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
Drop your comments: