মঈন নাসের খাঁন, কুমিল্লার চান্দিনায় পুকুর থেকে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরকিয়ার জের ধরে পরিকল্পিত ভাবে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক থানার গাবুর গাঁও গ্রামের ফাতেম বেগম ও তার স্বামী শুক্কুর আলী।
শুক্রবার বেলা ১২ টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলণ কক্ষে সাংবাবিকদের এসকল তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) মোঃ নাজমুল হাসান।
তিনি জানান, বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক পাড়া থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. আরিফ হোসেন (৩০)। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাতগাও গ্রামের আলাই মিয়ার ছেলে।
এ ঘটনায় ১০ আগষ্ট রাতে জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ।