রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের বিভিন্ন জেলায় মাদক ও খুনসহ ১৬টি মামলার দুধর্ষ আসামী শাহিনুরকে ১৮ ডিসেম্বর কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ি এলাকা থেকে থানার একটি চৌকশ টিম গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১২ সালে চুরি, ২০১৬ সালে জামালপুরে মাদক, ২০২০ সালে উলিপুরে খুনের মামলাসহ প্রায় ১৬টি মামলার আসামি হয়েছে।
এই দুধর্ষ প্রকৃতির এই আসামী নানা অপকৌশলে দীর্ঘদিন পলাতক ছিল, পুলিশের চোখ ফাঁকি দিয়ে। কিন্ত আইনের হাত থেকে শেষরক্ষা হলোনা শাহিনুরের।
উলিপুর থানার একটি চৌকশ টিম দীর্ঘদিন ধরে তার গতিবিধির প্রতি রেখেছিল সুতীক্ষ্ণ পর্যবেক্ষন। অবশেষে ০৩টি ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এভাবেই নিরাপত্তা ও নাগরকসেবায় নিবেদিত কুড়িগ্রাম জেলা পুলিশ।
Drop your comments: