জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে এক সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। প্রতিরক্ষা মুখপাত্রের বরাতে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সোমবার রাজৌরি সেক্টরের কাছে সীমান্তে পাকিস্তানি সেনারা গুলি ছুড়লে ভারতীয় ওই সেনা সদস্য নিহত হন।
সোমবার গোলাবর্ষণে নিহত ভারতীয় সেনা সদস্যের নাম দ্বীপক কারকি।
ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, সোমবার সকালের দিকে পুঞ্চ ও রাজৌরি জেলার বেশ কয়েকটি সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করে পাকিস্তান। তিনি বলেন, রাজৌরির নওশেরা সেক্টরে ভোর সাড়ে পাঁচটার দিকে অস্ত্রবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান।
এর আগে, গত ৪ জুন রাজৌরি জেলার সুন্দরবানী সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনী আরেক হাবিলদার পি মাথিয়াঝাগান নিহত হন। ১০ জুন তারকুন্ডি সেক্টরে গুলিতে মারা যান নায়েক গুরচরণ সিং। ১৪ জুন পুঞ্চ জেলায় পাকিস্তানের ভারী গোলাবর্ষণে ২৯ বছর বয়সী সিপাহী লুঙ্গামবি আবোনমি নিহত হন।