সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় করোনাকালে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট শিক্ষা সংকট নিরসনের লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ মার্চ) সকাল এগারোটার দিকে কামারখন্দ উপজেলা সমাবেশ স্কোয়ারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ, জমতৈল ইউনিয়নের চেয়ারম্যান মুকবুল হোসেন সহ প্রমুখ।