আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে তিনজনের। গুরুতর আহত আরও ১৩ জন। বুধবার তালেবান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
তালেবানের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রাজধানীর পশ্চিমে একটি রেস্তোরাঁয় চালানো হয় এ হামলা। বোমা বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হামলার পর অঞ্চলটির নিরাপত্তা জোরদার করে কাবুল পুলিশ। এখনও ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে হামলার জন্য আইএসকেই দায়ী মনে করছে তালেবান প্রশাসন।
গত বছর আগস্টে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে দেশটিতে বেড়েছে আইএসের হামলার ঘটনা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মসজিদ ও সংখ্যালঘুরা।
Drop your comments: