লাবিব হাসান, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের হাজীপুর সেতুর ঢালে মাছবাহী পিকআপের নীচে পিষ্ঠ হয়ে দুই মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্যবন্দর মহিপুর থেকে মাছ নিয়ে পিকআপটি কলাপাড়ার দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল পিকআপের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলে থাকা লিটন খান ও খালেক খান গুরুতর আহত হয়। তাদের দুইজনেরই পা ও হাত ভেঙ্গে যায়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আশঙ্কাজনকভাবে উদ্ধার করে তাদের প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে দুজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার হচ্ছে।