![IMG_20200601_133951.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/06/IMG_20200601_133951.jpg)
আজিজুর রহমান দুলালঃ করোনায় আক্রান্ত রেজাউল সিকদার (৫০) নামে এক মৃত ব্যাক্তির লাশ দাফন করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ এবং ফরিদপুর পুলিশ লাইনের এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে দুইটি দল।
মোহাম্মদ রেজাউল সিকদার নারায়ণগঞ্জে একটি টেক্সটাইল মিলের দারোয়ান হিসাবে কর্মরত ছিলেন। গত ২৮ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গতকাল রাত ৮টার সময় তিনি মারা যান।
মৃতের লাশ নারায়ণগঞ্জের বাসা থেকে এ্যাম্বুলেন্সে করে রাত ৩টার সময় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রামে নিয়ে আসা হয়। আলফাডাঙ্গা থানা পুলিশকে সংবাদ দিলে তদন্ত ওসি ফয়সাল আহম্মেদ এর নেতৃত্বে এস আই মোঃ সহিদুল ইসলাম,এ,এস,আই জামালউদ্দীন, এ এস আই চন্দন সমাদ্দার,এ এস আই খায়রুল আলম এবং কনস্টেবল শিহাব উদ্দিন এবং ফরিদপুর পুলিশ লাইনের এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম এসে সকাল ১১ টার সময় দাফন সন্পর্ন করেন।
রেজাউল সিকদার এর বড় ভাই মিজানুর রহমান, বোন ও এলাকার দু একজন এলাকার কোন ব্যাক্তি উপস্থিত ছিল না। দাফন সম্পর্কে আলফাডাঙ্গা থানার ওসিকে জিজ্ঞাস করলে তিনি সাংবাদিকদের বলেন,”পুলিশ জনগনের বন্ধু, দেশের এই বিপদময় সময়ে সাধারণ মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকব। সেই দায়িত্ববোধ নিয়েই পুলিশ এই কাজটি করেছে “।