ওয়েব ডেস্ক: করোনার হাত থেকে রেহাই পেতে দেশ ছেড়ে পালানোর হিড়িক উঠেছে ভারতের ধনী সম্প্রদায়ের মধ্যে। আর তার জেরেই আকাশ ছুঁয়েছে বিমান ভাড়া। এমনকী ভর্তি সমস্ত প্রাইভেট জেটও।
রবিবার থেকে ভারত থেকে দুবাইগামী সমস্ত বিমান পরিষেবা বন্ধ। তার আগে তাই সামর্থ্য থাকা ভারতীয়রা দুবাই আসে। মুম্বই থেকে দুবাইয়ের বিমান ভাড়া সাধারণ সময়ে আট থেকে ১০ হাজার টাকা হয়। এখন তা হয়েছে ৮০ হাজার। দিল্লি থেকে দুবাইয়ের টিকিটও ৫০ হাজারে কিনছে ধনী ভারতীয়রা। ভয়াবহ করোনা পরিস্থিতিতে তাঁরা আর কেউ দেশে থাকার ঝুঁকি নিতে চাইছেন না। পালাচ্ছেন সদলবলে।
চার্টার বিমান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, প্রাইভেট জেটের টিকিটের এমন চাহিদাও আগে কখনও দেখা যায়নি। বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতেও অনেকে চেষ্টা চালাচ্ছেন।
Drop your comments: