![IMG_20200713_145114.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/07/IMG_20200713_145114.jpg)
খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মগুরু ও চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সোমবার সকালে তার মৃত্যু হয়।
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ গণমাধ্যমকে জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা, জ্বর ও কাশি নিয়ে গত ১৩ই জুন আর্চবিশপ মজেস কস্তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭ই জুলাই পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু হঠাৎ করেই তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে।
গত ৯ই জুলাই তাকে আবার আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের বরাতে তিনি জানান, করোনা উপসর্গের পাশাপাশি তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে একাধিকবার স্ট্রোক করেন এতেই তার মৃত্যু হয়েছে।।