![IMG_20201127_181851](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/11/IMG_20201127_181851.jpg)
মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: নতুন নির্দেশনা জারির পর ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা করোনা সনদ না আনায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছে শত শত পাসপোট যাত্রী।
শুক্রবার(২৭ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশে আসার পর বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছে।
এবিষয়ে ইমিগ্রেশনের কর্মরত ডা. বিচিত্র মল্লিক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে যে সমস্ত পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে। তাদের করোনা সনদ লাগবে এ রকম একটি চিঠি বৃহস্পতিবার রাতে আমরা হাতে পেয়েছি। সেটা আজ থেকে চালু হয়েছে তার কার্যক্রম। যারা সনদ না নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আহসান হাবিব জানান, আজ সকাল থেকে অনেক যাত্রী এসে অপেক্ষা করছে। ঢাকায় জানানো হয়েছে তারা সিদ্ধান্ত দেবে।এখন ইমিগ্রেশনে অবস্থান করছে সকল পাসপোর্ট যাত্রীরা।