মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে পল্লি বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি (যবিপ্রবি) বিশ্ব বিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এ খবর শোনার তাকে আর অফিসে পাওয়া যায়নি। তবে তিনি পালিয়েছেন বলে জানা গেছে।
শার্শার বাগআঁচড়ার পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের কর্মরত ঐ কর্মচারীর নাম মোজাফফার আহমেদ (৬২)। তিনি পেশায় একজন পিয়ন। মোজাফফার আহমেদের বাসা খুলনা ফুলতলায়। তিনি বাগআঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া থাকতেন।
বাগআঁচড়া উপ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মতিয়ার রহমান জানান, গত চারদিন আগে মোজাফফার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। বৃহস্পতিবার তার নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। কিন্তু এই খবর মোজাফফার ফোনে জানতে পেরে কর্মস্থল থেকে ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন।
করোনা ভাইরাস আক্রান্ত মোজাফফার যে বাড়ীতে ভাড়া থাকতো সেই বাড়ী লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে ।