করোনা জনিত নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়বে না বলে জানিয়েছে সৌদি আরবের সংশ্লিষ্ট বিভাগ। ৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এ বিধিনিষেধ দেওয়া হয়েছিল, যা এখনো চলমান আছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোপূর্বে ৪ ফেব্রুয়ারি থেকে দুই দফায় সময় বৃদ্ধি করে সব প্রকার গণজমায়েত হয় এমন সব বিনোদন প্রোগ্রামসহ রেস্টুরেন্টে খাবার পরিবেশন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে নতুন করে আর নিষেধাজ্ঞা বাড়ানো হবে না। সব আগের মতো স্বাভাবিক করে দেওয়া হবে।
নতুন ঘোষণার ফলে রোববার (৭ মার্চ) হতে সিনেমা, খেলাধুলা, বিনোদন প্রোগ্রাম আয়োজন স্থল, রেস্টুরেন্টে সরাসরি ভোক্তাকে সার্ভ করার কার্যক্রম চলতে আর কোন বাধা রইল না। তবে, সকল ক্ষেত্রে করোনা সতর্কতার নিয়মসমূহ কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় নিময় অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুখালাফা/জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৌদিতে হোটেল, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টারে যে কোনো বড় আয়োজনের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া যে কোনো সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি মানুষের উপস্থিতির নিষেধাজ্ঞা পূর্বের মতোই বহাল থাকবে।