![InShot_20230426_130429774](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/04/InShot_20230426_130429774.jpg)
মিনহাজ দিপু, খুলনা প্রতিনিধিঃ খুলনারর কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেঁতুলতলারচর গ্রামের সাহেব আলী গাজী, শারাফাত হোসেন, আরাফাত রেজাসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলসহ জাল,পাটা, আটন ভেঙ্গে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কয়রা থানায় সাহেব আলী গাজী, শারাফাত হোসেন, আরাফাত রেজাসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে ভুক্তভোগী আয়ুব আলী গাজী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী আয়ুব আলী বলেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত হইয়া ভিটা বাড়িসহ বিলান জমি ভোগ দখলে থাকা অবস্থায় বিভিন্ন সময়ে বিবাদী সহ অন্যান্যরা আমার বাস্তুভিটা সহ জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে আসছিলো। বিভিন্ন ভাবে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের দ্বারা মিমাংসার চেষ্টা করেও কোন সুরাহা করতে পারেনি। তিনি আরো বলেন তারা আমি সহ আমার পরিবারবর্গকে হয়রানি ও মানসিক অত্যাচার করে আসতেছে। আমি কিছু বললেই তারা লাঠি সোঠা নিয়ে মারতে তেড়ে আসে।তিনি আরো বলেন, আমি সহ আরো ২ জন বাড়ির সামনে একটি খাল ইজারা নিয়ে করি, কিন্তু ১ নং বিবাদীসহ অন্যান্যরা আমাকে গত এপ্রিলের ২২ তারিখে হুমকি দিয়ে বলে যে,তুই কেমনে খাল করিস আমরা দেখে নিবো, তোর জাল, পাটা, আটন থাকবেনা। পরদিন সকাল আটন ঝাড়তে গিয়ে দেখি আমার সব আটন, পাটা, জাল কাটা। এছাড়াও আমাকে ও আমার পরিবারবর্গকে সবসময় বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
অন্য ইজারাদার শাহজাহান ও ফজলু বলেন, সকালে আমরাও আটন ঝাড়তে এসে দেখি, সব আটন কাটা। আমরা এর বিচার চাই।
স্থানীয় নজরুল ইসলাম বলেন, তাদের দুই ভাইয়ের মধ্যে ভিটা ও জায়গা নিয়ে বিবাদ চলতেছিলো আমি জানি। আটন, জাল, পাটা কেটেছে আমি দেখেছি, অত্র এলাকায় এমন আগে কখনো হয়নি, এর সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা দরকার।
এ ব্যাপারে সাহেব আলী মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সঠিক নয় এবং আমি পুকুরের অংশ কম দিয়েছিলাম এখন ঠিক করে দিবো। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।