তিমির বনিক,বমৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক সংক্রান্ত বিভিন্ন রকম অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলার মাধবপুরে পাত্রখোলা চা বাগানের নাচঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: সুলেমান মিয়া ও এনটিসি’র ডিজিএম সামছুল ইসলাম, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক কৃষিবিদ বদরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লক্ষী নারায়ণ সিংহ, ইউপি সদস্য সাবিদ আলী, দেবাশীষ চক্রবর্তী শিপন, মোতাহের আলী, মহিলা সদস্য বীনা রানী, চা শ্রমিক
নারী নেত্রী গীতা কানু প্রমুখ।
বিট পুলিশিং সভায় ইউপি সদস্য, ইউনিয়নের সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথি বিট পুলিশিং এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ জুয়া, মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা নিয়ে আলোচনা করে জনগণের বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন পাশাপাশি জনগনকে পুলিশের সহযোগী হয়ে কাজ করার আহ্বান জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।