দিনাজপুরের ঘোড়াঘাটে ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির নানী বিলকিস বেগম (৫৭) বাদী হয়ে রোববার (১৯ মার্চ) ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটির বাবা আব্দুল হাকিমকে (৩৭) গ্রেফতার করে। সে একই গ্রামের আফজাল হোসেনের ছেলে।
গত সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সিংড়া ইউনিয়নের শিধলগ্রাম-পশ্চিমপাড়ায় এ ঘটনাটি ঘটে। মামলার বাদী ও শিশুটির নানী বিলকিছ বেগম জানান, ১৫ বছর আগে তার আপন ভাইয়ের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হয় এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের প্রায় ৬ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে কন্যা সন্তানটি তার কাছে লালন পালন করে আসছিল।
বিলকিছ বেগমের অভিযোগ, গত ১৪ মার্চ দুপুরে তার নাতনী বারান্দায় বসে লেখাপড়া করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে তার বাবা হাকিম পেছন থেকে তার কন্যা শিশুকে জড়িয়ে ধরে হাস-মুরগী রাখার ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। পরে
প্রতিবেশীরা এসে শিশুটি উদ্ধার করে। এ সময় সেখান থেকে পালিয়ে যায় হাকিম।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, শিশুটির নানী মামলা করেছে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছি। শনিবার সন্ধ্যায় তাকে দিনাজপুরের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।