রিমন মেহেবুব রোহিত, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালীস্থ রোহিঙ্গা ক্যাম্প -১৩ তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে প্রায় সাড়ে ৪ শতাধিক ঘরবাড়ী ও দোকানপাট ঘরবাড়ী। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ক্যাম্প প্রশাসন সুত্র বলছে, এ ঘটনায় মসজিদসহ রোহিঙ্গাদের শেড, দাতা সংস্থার অফিস পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৪ হাজারের অধিক মানুষ গৃহহীন হয়ে পড়বে বলে মনে করছেন তারা।
(২৪ মে) শুক্রবার বেলা ১১টার দিকে ক্যাম্প ১৩ এর কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়ি গুলোতে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাম্প ১৩ বাসিন্দা হোসেন বলেন, অল্প অল্প আগুন এখনো জ্বলছে। বাসগৃহে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে। আমরা নিজেরাও ঘরহারা।
উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট একসাথে কাজ করেছে। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে।