কক্সবাজারের চকরিয়া উপজেলায় জায়গা-জমির বিরোধ নিয়ে নাসির উদ্দীন নোবেল নামের এক আওয়ামী লীগনেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মুন্সির ঘোনা নামক জায়গায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মরহুম আবদুল খালেকের ছেলে। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন তিনি। আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ বলেন, আজ দুপুরে নাসির উদ্দীন নোবেল ১০ থেকে ১২ জন সহযোগী নিয়ে মুন্সির ঘোনা এলাকায় তাঁর চাষের জমিতে যান। এরপর বিকেল ৩টার দিকে প্রতিপক্ষ স্থানীয় এনাম গ্রুপ তাঁদের ওপর হামলা ও গুলি চালায়। এতে নোবেলসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোবেলকে মৃত ঘোষণা করেন।
মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল বলেন, নিহত নোবেল চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের নেতা ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়নে সক্রিয় আওয়ামী লীগনেতা।