মনজুর আহমেদ,ওমান: ওমানে পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ করোনা আক্রান্ত আজ ২১জুন (সোমবার) ২৫২৯ ও মৃত্যু হয়েছে ৩১ জনের।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৫০,৫৭২, এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,৭৪১ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২২০,১৭১ জন।
গত ২৪ ঘন্টায় ১৮৮ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৪২৮ জনসহ মোট রোগীর সংখ্যা হাসপাতালে ১,৪৪৮জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
Drop your comments: