মনজুর আহমেদ ওমান: ওমানে আজ ২০জুন (রবিবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৫৩২০ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৪৮,০৪৩, এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,৭১০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১৮,৮৪১ জন।
গত ২৪ ঘন্টায় ১৭০ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৪১৪ জনসহ মোট রোগীর সংখ্যা হাসপাতালে ১,৪৩৬ জন ভর্তি রয়েছেন।
এদিকে আজ রাত ৮টা থেকে শুরু হচ্ছে রাত্রীকালিন কারফিউ (লকডাউন)। প্রতিদিন রাত ৮ টা থেকে ভোর ৪টা পর্যন্ত সকল ধরনের বানিজ্যিক প্রতিষ্ঠানসহ জনসাধারণ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কমিটি। এটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবত থাকবে। কেবল হোম ডেলিভারি সার্ভিসকে অনুমতি দেওয়া হয়েছে।
সিদ্ধান্তটি পূর্বে ঘোষিত অনুরূপ নিষেধাজ্ঞার বাইরে থাকা ক্রিয়াকলাপ এবং বিভাগগুলিকে ছাড় দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।